Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খানসামা টিটিসি-তে ASSET প্রকল্পের অধীন ৫ টি অকুপেশনে শর্ট কোর্স চালু হতে যাচ্ছে।
বিস্তারিত

গত ১৮/০৪/২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ASSET  প্রকল্পের সাথে খানসাসা টিটিসি'র MoU স্বাক্ষরিত হয়েছে। ফলে আগামী মে/২৪ মাস হতে খানসামা টিটিসিতে ৫টি কোর্সে ফ্রি-তে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান শুরু হবে। এই কোর্সের প্রশিক্ষনার্থী প্রত্যেকে মাসিক ১৫০০/- (পুরুষ) ২০০০/- (মহিলা) টাকা হারে বৃত্তি এবং দৈনিক ৮০/- হারে যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। 

খানসামা টিটিসিতে ১) ওয়েব ডিজাইন, ২) কম্পিউটার অপারেশন, ৩) টেইলারিং এন্ড ড্রেস মেকিং, ৪) স্যুইং মেশিন অপারেশন, এবং ৫) ড্রাইভিং  এই ৫টি কোর্স/ অকুপেশনে প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত কোর্স গুলির মাধ্যমে খানসামা-চিরিরবন্দরের দরিদ্র বেকার যুবক-যুবতিদের প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/04/2024
আর্কাইভ তারিখ
01/05/2024

ভিডিও এবং ম্যাপ