গত ২২ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব আবুল হাসান মাহমুদ আলী এম.পি. মহোদয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খানসামা পরিদর্শনে আসেন। মাননীয় এম.পি. মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব নিমাই কুমার দত্ত। মাননীয় এম.পি. মহোদয় টিটিসির বিভিন্ন ওয়ার্কসপ ও ক্লাস রুম পরিদর্শন করে এবং চলমান প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। পরিদর্শণ কালে মাননীয় এম.পি. মহোদয় প্রতিষ্ঠানের অধ্যক্ষকে গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খানসামা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মারুফ হাসান; খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিউল আজম চৌধুরী (লায়ন); খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামীলিগের সভাপতি জনাব সাইফুল ইসলাম; খানসামা ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান বৃন্দ; উপজেলা আওয়ামীলিগের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ; প্রতিষ্ঠানের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষনার্থীবৃন্দ; ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস