প্রতিষ্ঠান পরিচিতি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে “৪০ উপজেলায় ৪০টি টিটিসি ও চট্রগ্রামে ১টি ইনিস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম-কে তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে ২০২২ সালে নির্মিত হয় “খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র”। দেশের শিক্ষিত, অল্প শিক্ষিত ও বেকার জনসম্পদকে দক্ষ জনশক্তিতে রুপান্তরের জন্য খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে।
অবস্থান : খানাসামা উপজেলা পরিষদ হতে পশ্চিম দিকে ৫০০ মিটার আসলে বালিকা উচ্চ বিদ্যালয় মোড়। বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হতে ৫০০ মিটার দক্ষিণ দিকে আসলেই কাঁচিনিয়াহাট রোডের শুরুতেই হাতের বামে পড়বে আধুনিক স্থাপত্য শিল্পের মনোরম নিদর্শন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খানসামা।
উদ্বোধন : গত ২৮ জুলাই ২০২২ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম শুরুর তারিখ : কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে খানসামা নভেম্বর, ২০২২ সাল হতে ০৩ দিন মেয়াদী প্রি-ডির্পাচার অরিয়েন্টেশন কোর্স এবং মে ২০২৩ সাল হতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের অর্থায়নে ৪ মাস মেয়াদী “মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স” কোর্স শুরু হয়।
এক নজরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খানসামা, দিনাজপুর
০১। মোট আয়তন : ১.৫০ একর
০২। পূর্ত কাঠামো : ১৬,৬০০ বর্গ ফুট (প্রায়)।
০৩। পূর্ত নির্মাণ : গণপূর্ত অধিদপ্তর, দিনাজপুর।
০৪। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান : জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
০৫। মোট প্রাক্কলিত ব্যয় : ১৮ কোটি ৬০ লক্ষ টাকা।
০৬। পূর্ত উদ্বোধন তারিখ : ২৮ জুলাই, ২০২২ খ্রি.
০৭। প্রশাসনিক মন্ত্রণালয় : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
০৮। ভবনসমূহ : ক) একাডেমিক ভবন-০১টি, খ) অধ্যক্ষ বাস ভবন-০১টি,
গ) ডরমিটরি ভবন-০১টি (প্রশিক্ষনার্থী ধারণ সংখ্যা- ৬০ জন)
০৯। অনুমোদিত ট্রেড সংখ্যা : ০৬ টি
১০। ওয়ার্কসপ সংখ্যা : ০৭ টি
১২। কম্পিউটার ল্যাব : ০২টি
১৩। ক্লাশ রুম : ০৬ টি
১৫। বাৎসরিক আসন সংখ্যা : ১০০০ (প্রায়)
১৬। জেনারেটর : ০১ টি
১৭। ইলেকট্রিক্যাল সাবস্টেশন : ০১ টি
১৮। সাইকেল গ্যারেজ : ০১ টি
১৭। কর্মরত জনবল : ১১ জন (আউট সোর্সিং ও খন্ডকালীনসহ)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস